বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশ

মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের শিক্ষার মানোন্নয়ন শির্ক্ষাথীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৪ ডিসেম্বর) সকালে জেলা শহরের বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক ৩নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

উক্ত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মহিবুর রহমান কামাল। অভিভাবক সমাবেশে সূচনা বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন।

এ-সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের নতুন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাইনুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য ওবায়দুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষিকাসহ অভিভাবকগণ।

প্রসঙ্গগত উল্লেখ্য, চলতি বছরের গত ২৯ নভেম্বর আলহাজ্ব মহিবুল ইসলাম কামালের সভাপতিত্বে কিডস্ ভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটি আগামী ২০২৪-২০২৬ সাল পর্যন্ত ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অতিথিদের বক্তব্যে বলেছেন, বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের পড়ালেখার ব্যাপারে শিশু-কিশোরদের আগ্রহ কেমন সেদিকে নজর থাকে শিক্ষকদের। শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসের পড়া তৈরি করে নিয়ে এলেও পড়ালেখার ব্যাপারে আগ্রহ কেমন তা বুঝতে পারেন একজন অভিভাবক। পড়ালেখার প্রতি আন্তরিকতা কতটুকু তা অভিভাবকরা ভালো বুঝতে পারেন। এ জন্যই শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় হওয়া প্রয়োজন

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।