ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিউজ ডেস্ক

বরিশালের মুলাদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামাল (৪২) এবং আ. রাজ্জাকের ছেলে হুমায়ুন কবির (৪০)।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি এলাকায় মোটরসাইকেল এবং ছোট ট্রাকের (ট্রলি) মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। তারা হিজলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।