চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ এর মাসুদপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে ৫৩ বিজিবি সদস্যরা।
আটক ব্যাক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহপাড়া রামনাথপুরের জিয়ারুল ইসলামের ছেলে মো. নাজির হোসেন (২৪)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দেড়টার দিকে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোঃ নাজির হোসেন কে ৪৬ বোতল ভারতীয় মদসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মদসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি।