শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছত্রাজিতপুর এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার কালিনগর লক্ষ্মীপুর এলাকার তুফানি মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন মিজানুর ও তার ছেলে সাগর। এ সময় ছত্রাজিতপুর এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিজান ও তার ছেলে সাগর।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাকসহ চালক বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।