চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পৌর এলাকার হুজরাপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুই জেলা যুবলীগ নেতা শহীদের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রেক্ষিতে নভেম্বর মাসে করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (৯ ডিসেম্বর) সকালে প্রশাসন আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশ নেন জুই আক্তার। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।