রাজশাহীতে পুকুর থেকে পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৮০)। তার বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। ওই গ্রামেরই একটি পুকুর পাহারা দিতেন বৃদ্ধ ইব্রাহিম।

গতকাল শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘পুকুর থেকে লাশ তুলে আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। তখন নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

ওসি বলেন, ‘হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার ইব্রাহিম বুঝে ফেলায় তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করে চোরেরা পালিয়ে গেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তদন্তে নিশ্চিত হওয়া যাবে।’

ওসি আরও বলেন, ‘আমরা ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাব। এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে। যত দ্রুত সম্ভব আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনব।’

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।