জোর করে ক্ষমতা দখল করতে চেয়েছিল হাসিনা- এ্যাড. সৈয়দ শাহীন শওকত

শিবগঞ্জ প্রতিনিধি

গতকাল শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বাবা নাকি বাংলাদেশ স্বাধীন করেছিল ৭১ সালে সুটকেস গুছিয়ে আরাম আয়েসে পাকিস্তানে জীবনযাপন করেছিল।জোর করে অপপ্রয়োগ করে তার লেলিয়ে দেওয়া বাহিনী গুন্ডালীগ, হেলমেট লীগ জোর করে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান দখল করতে চেয়েছিল। কিন্তু সেখানে তিনি দখল করতে পারেনি।

এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. রফিকুল ইসলাম (টিপু), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতউদ্দৌলা ও শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুর রহমান মিঞাসহ অন্যরা।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শ্যামপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।