চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা দুই দলে ভাগ হয়ে অংশ নেন।

খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলায় রেফারি ছিলেন, ক্রীড়া সংগঠক ও সাবেক রেফারি ইসরাঈল সেন্টু।


খেলা শেষে কিশোর ফুটবলাদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার তুলে দেন, সাবেক ফুটবল খেলোয়াড় (বিকেএসপি) মোজাম্মেল হক উজ্জ্বল। প্রীতি ফুটবল খেলা পরিচালনা করেন, সাবেক ফুটবল খেলোয়াড় ওয়াহেদুল ইসলাম।

এ ছাড়াও সাবেক ফুটবলার জাহিদুল ইসলাম নয়ন ও ফুটবল কোচ হুমায়ন কবির লুকু কে সম্মাননা স্মারক প্রদান করা হয়

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।