শিবগঞ্জের ধাইনগর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে ধাইনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার রানীনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধাইনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সেমাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকার বিভিন্ন হামলা ও মিথ্যা গায়েবি মামলায় জড়জড়িত ছিল বিএনপির সকল নেতাকর্মী। বিগত সকল নির্বাচন ছিলো একতরফা, যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন প্রয়োজন দেশকে সঠিকভাবে পরিচালনা করতে একটি সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে দেশের ক্রান্তিলগ্নে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান দেশের কোটি কোটি মানুষের কথা চিন্তা না করে সে নিজেই বাঁচার জন্য দেশ ছেড়ে সুটকেস নিয়ে পালিয়েছিলেন।

ধাইনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পারভেজ হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব মুহা. হায়াতউদ্দৌলা, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মবিনুর রহমান মিঞা, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপু, এ কে আসগার ও এরশাদ আলীসহ অন্যরা।

এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ধাইনগর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।