গোমস্তাপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশের আয়োজন করে রাধানগর ইউনিয়ন কৃষক দল।

গতকাল শনিবার বিকেলে উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুসিদুল ডাক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।

প্রধান বক্তা ছিলেন— জেলা কৃষক দলের সদস্য সচিব দূরুল হোদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম নবাব, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান, কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জোহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, রাধানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোমিনুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।