নিউজ ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলার। এতে যেন আনন্দের কোনও কমতি নেই বাংলাদেশের ফুটবল ভক্তদের। কেননা, এটাই তো চেয়েছিলেন ভক্তরা। ভক্তদের সেই আশা পূরণ হলো এবার। আর সবার মতো আনন্দিত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আশা, হামজা আসায় বদলাবে বাংলাদেশের ফুটবল।
পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোরে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা এ জন্য ধন্যবাদ জানিয়েছেন বাফুফেকে। তিনি বলেন, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। আমি আশা করি, তিনি আসায় বাংলাদেশের ফুটবল বদলাবে। বাংলাদেশের অনেকে যারা বিভিন্ন ক্লাবে খেলেন, হামজা চৌধুরীর বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।’
বাংলাদেশের ফুটবলের জন্য রয়েছে আরও একটি সুসংবাদ। আগামী ১০ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সরকারের কাছ থেকে লিজ পেয়েছে ফুটবল ফেডারেশন। তারা অনেক দিন ধরে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বিভিন্ন স্টেডিয়াম বরাদ্দ চেয়ে আসছিল। এত দিন এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল ভাগাভাগি করে ব্যবহার করে আসছিল।
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। আশা করি, জানুয়ারি থেকে খেলা শুরু হবে। আমরা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ১০ বছরের জন্য বাফুফেকে লিজ দিয়েছি। সংস্কার করে সেখানে ফুটবল শুরু হবে।’
বিভিন্ন স্টেডিয়ামের নাম বদলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘নাম তো একটা নয়, হাজার হাজার আছে। নামের বিষয়ে কী ধরনের পরিবর্তন আসবে, সেটা কমিটি প্রস্তাব করবে। তারপর সিদ্ধান্ত।’
ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এরপর এক মাস পেরিয়ে গেলেও বাকি ফেডারেশনগুলোর কমিটি দেওয়া হয়নি। আসিফ মাহমুদ অবশ্য জানিয়েছেন, দ্রুতই বাকি কমিটিগুলো ঘোষণা করা হবে।
ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ক্রীড়াঙ্গনে ব্যক্তি নয়, সিস্টেম বদলই লক্ষ্য। ফেডারেশনগুলোর গঠনতন্ত্র নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটি রিপোর্ট দেবে দ্রুতই। বাফুফেতেও গঠনতন্ত্র সংস্কার কমিটি হয়েছে। অন্যান্য ফেডারেশনের গঠনতন্ত্র নিয়েও কাজ করছে সরকার।