শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত" জাতীয় কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র, ২০১৭- ২০৩০" (National Strategy for Adolescent Health-NSAH)-র আলোকে উপজেলা কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির সভা ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ডাসকো ফাউন্ডেশনের ইমপ্রুভিং ইয়ং পিপলস একসেস টু সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস থু এ কমিউনিটি বেজড এপ্রোচ এন্ড কোঅপারেশন উইথ স্টেট ইন্সটিটিউশন", A-EMPOWER প্রজেক্ট এর সহযোগীতায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে এই সভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ প্রমুখ। সভা পরিচালনা করেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ ফাতেমা তুজ জোহরা।
উক্ত সভায় A-EMPOWER প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এ্যানি নকরেক প্রকল্প সম্পর্কে সকলকে অবহিত করেন।