নাচোল-গোমস্তাপুর সফর করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আগামী রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল ও গোমস্তাপুর সফর করবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিন তিনি বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে নাচোল উপজেলায় আসবেন এবং অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। এরপর তিনি নাচোল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখান থেকে উপদেষ্টা হেলিকপ্টারযোগে গোমস্তাপুর যাবেন। সেখানে মধ্যাহ্ন বিরতির পর তিনি গোমস্তাপুর উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। পরে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উত্তরাঞ্চলে টানা কয়েকদিনের সরকারি সফর কর্মসূচির অংশ হিসেবে উপদেষ্টা আফিস মাহমুদ চাঁপাইনবাবগঞ্জের এই দুই উপজেলা সফর করবেন বলে তার সফরসূচিতে জানানো হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।