চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে ও চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রত্রিকায় জেলা প্রতিনিধি মোঃ জমশেদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বৈশাখী টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াহাব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আবুল কালাম সাহিদ।বিশেষ অতিথি হিসেবে বৈশাখী টেলিভিশনের স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদান করেন সু- শাসনের জন্য নাগরিক সুজন এর চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আসলাম কবীর,নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুনির,দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রন্জু,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, জহুরুল ইসলাম, নাদিম হোসেন, এ্যাড আব্দুস সালাম প্রমুখ।

এসময় বক্তরা বলেন,ডেসটিনি ২০০০ লিঃ এর মালিকানাধীন প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন অনেক সংগ্রাম করে টিকে থাকার কথা তুলে ধরেন। বৈশাখী টেলিভিশন সব সময় সত্যের পক্ষে কথা বলে, সাহসী কথার সাথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে।  বৈশাখী টেলিভিশন সামনে আরও ভালো কিছু করতে পারবে বলে তাদের আশা। বৈশাখী টেলিভিশনের সফলতা কামনা করেন তারা।​


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।