গোমস্তাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি

হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে গোমস্তাপুরের রহনপুর পৌরসভার রেলওয়ে স্টেশনের ভবঘুরে অসহায়, দুঃস্থ, ভবঘুরে ও ছিন্নমূল মানুষ। তারা গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানব বেতর জীবন যাপন করছেন। এমন সময় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

২৮ ডিসেম্বর গভীর রাতের আঁধারে রহনপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দুঃস্থ, ভবঘুর ও ছিন্নমূল মানুষের মাঝে কনকনে শীতে উষ্ণতা ছড়াতে তিনি এ কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার হেঁটে হেঁটে এই ধরনের লোক বাছাই করে শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। তার এ মহৎ কাজ দেখে উপস্থিত অনেকেই অভিভূত হন।


উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা প্রতিবেদককে বলেন, এটি আমার কাজের একটি অংশ। সরকারিভাবে অসহায়, দুঃস্থ, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের শীত নিবারণের সহায়ক হিসেবে এ কম্বল বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার চাই মানুষ যেন শীতে কষ্ট না পায়। তারি ফলশ্রুতিতে আমাদের এই কম্বল বিতরণ করা। এটি চলমান প্রক্রিয়া।

আজ রহনপুরের গুরুত্বপূর্ণ এই রেলওয়ে স্টেশনে বিতরণ করছে। এটি চলমান থাকবে গোমস্তাপুর এর সর্বত্রই সরকারি এই শীতবস্ত্র সহায়তা। তাছাড়া এলাকার জনপ্রতিনিধিদের দ্বারা সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। আমরা সেটা তো মানুষের কষ্ট লাঘবের জন্য এ কাজ করছি। আশা করি এলাকার বৃত্তবান মানুষেরাও শীতার্থদের পাশে এগিয়ে আসবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।