শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা ও মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ নিয়ে গত ৫ দিনে তিনি শিবগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরন করেন। এর আগে বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ অন্যন্যরা।

এদিকে চলতি শীত মৌসুমে সরকারী বেসরকারী উদ্যোগে কেউ শীতবস্ত্র বিতরন না করায় ক্ষোভ প্রকাশ এবং শীতবস্ত্র পাওয়ায় আনন্দ প্রকাশ করেন এসব দরিদ্ররা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।