গোমস্তাপুরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই কে নির্যাতন ও অপহরণের প্রতিবাদে মানববন্ধন

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামে ফয়সাল আহমেদ সোহেল রানা ও তাঁর ৬ বছরের শিশু কন্যাকে অপহরণ করে অমানবিক নির্যাতনের প্রতিবাদে আবারো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১লা জানুয়ারি (২০২৫)বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বসনীটোলা গ্রামের মো টানু দফার,রাবজুল,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফয়সাল আহমেদ সোহেল কে তার অংশ বুঝিয়ে দিবে বলে। সমাধানের জন্য লোভ দেখিয়ে তাঁকে ডেকে এনে কিছু মাস্তান দিয়ে মেরে ফেলার কৌশল করে বিষয়টি টের পেয়ে ফয়সাল আহমেদ সোহেল সেখানে উপস্থিত হয়নি। তাই তার বড় ভাই এলাকায় বলে বেড়াচ্ছে যে সমাজের বিচারকেরা সকল সম্পত্তি আমাকে ভোগ দখল করতে।

আপন ভাই ফয়েজ আহমেদ (সুজন) , বাবার সম্পদের ভাগ না দেওয়ার জন্য ছোট ভাই ফয়সাল আহমেদ সোহেল ও তার ৬ বছরের মেয়ে ফামিহা ফেরদৌসকে গত কিছু দিন আগে অপহরণ করেন সুজন ও সুজানের চাচা নেতাউর রহমান, অপহরণের পর সোহেলের মামা রাজশাহীর একটি রিহাব সেন্টার থেকে উদ্ধার করেন, সোহেল ও তার মেয়েকে, উদ্ধারের পর সোহেল ও তার মেয়েকে তাদের নিজ বাসায় রেখে যান সোহেলের মামা রেখে যাওয়ার কিছু দিন পর আবারও তাদের অপহরণের চেষ্টা করেন সুজন ও তার চাচা নেতাউর রহমান।

সোহেলের দাবি ঘটনার বিষয়ে গত ৩ মাস আগে গোমাস্তাপুর থানায় অভিযোগ হলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেননি, এনিয়ে আবারও অপহরণের আতঙ্কে রয়েছেন সোহেল ও তার ৬ বছরের মেয়ে ফামিহা ফেরদৌস।

ফয়সাল আহমেদ সোহেল বলেন, গত ৩ মাস আগে আমাকে মিথ্যা মাদকাসক্ত বানিয়ে, জোর পূর্বক রাজশাহীর একটি রিহ্যাব সেন্টারে রেখে, আমার মেয়েকে জিম্মি করে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় আমার বড় ভাই সুজন, আমাকে আমার বাবার সম্পদের ভাগ না দেওয়ার জন্য তিনি এভাবে আমার ও আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন, সুজন ও নেতাউর রহমান, আমি আমার বড় ভাই ও চাচা নেতাউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।