শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর প্রিমিয়ারলীগ প্রাইজমানি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় কানসাট ইউনিয়ন ও মোবারকপুর ইউনিয়ন আংশগ্রহন করে মোবারকপুর ইউনিয়ন জয়লাভ করে।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি)বিকালে আইয়ান ও আরাফাত ক্রিকেট ক্লাব আয়োজনে শ্যামপুর ইউ,সি উচ্চ বিদ্যালয় মাঠে অনু্ষ্ঠিত এ ফাইনাল খেলার শ্যামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা.রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবু তালেব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিয়া, কানসাট ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক নাইমুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।