গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। গতকাল মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি শীতার্ত ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ চন্দ্র, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মোড়ল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে তিনি গোমস্তাপুর ইউনিয়ন ভূমি অফিস, রহনপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করেন।