চাঁপাইনবাবগঞ্জে এম.এ. অয়েল মিলস এবং এম.এ. এগ্রো ফুডের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের অতাহারে এম.এ. অয়েল মিলস এবং এম.এ. এগ্রো ফুড ও পিওর ওয়ান এর নতুন যাত্রা শুরু । গতকাল শুক্রবার (১০শে জানুয়ারি) শিল্পনগরী আতাহারে শুভ উদ্ধোধনটি অনুষ্ঠিত হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মোঃ আব্দুল ওয়াহেদ সভাপতি চাঁপাইনবাবগঞ্জ চেম্বর আব কমার্স, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আকবর আলী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ সাগর আলী ও অন্যান্য ব্যবসায়ীগণ।

এম.এ অয়েল মিলের পরিচালন বলেন, আমরা বাছাইকৃত এবং পরিপক্ক দেশীয় সরিষা বীজ থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে উন্নত পরিবেশে সরিষার তেল উৎপাদন করি । তাছাড়া তেঁতুল কাঠের ঘানিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া তেল উৎপাদন করে থাকি ।

তিনি আরো বলেন, আমরা কেমিক্যাল ব্যবহার ছাড়া প্রাকৃতিক উপায়ে দুটি ধাপে তেল উৎপাদন করি যাতে করে তেল গুনগতমান, পরিষ্কার ও পুষ্টিগুণ অক্ষুন্ন থাকে ।

এই উদ্যোগ দেশের খাদ্যশিল্পে নতুন মাত্র যোগ করবে এবং খাদ্যশিল্প উন্নতির পথে এগিয়ে নিতে সক্ষম হবে। শেষে দেয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।