আলহাজ্ব সৈবুর রহমানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিচালক আলহাজ্ব সৈবুর রহমানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৪ টায় শহরের চেম্বার ভবনের হলরুমে এই স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, পরিচালক মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল ও সৈবুর রহমানের বড় ভাই সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দেলোয়ার হোসেন, নূর আমিন, আরিফ উদ্দিন ইতি, নাজিবুর রহমান, আব্দুল বারেক, মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর কবীরসহ চেম্বারের অন্যান্য সদস্যরা।

রফিকের স্মরণে দোয়া অনুষ্ঠানকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে ছিল ভিন্ন আবহ। চেম্বারের সদস্যদের পাশাপাশি সৈবুর রহমানের শোকাহত পরিবারের সদস্যরাও অংশ নেন দোয়া অনুষ্ঠানে।

এসময় সৈবুর রহমানের পরিবারের সদস্যদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।

শেষে সৈবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

প্রয়াত সৈবুর রহমান চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ৪ বারের নির্বাচিত পরিচালক। গত ৭ জানুয়ারি রাতে নিজ বাসভবনে হৃদরোধন আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।