আদ দাওয়াহ ইলাল্লাহ যুব সমাজ দেবীনগর এর উদ্যোগে মহা সম্মেলন অনুষ্ঠিত

আহমাদুর রহমান

 গতকাল (১১-০১-২০২৫) রোজ শনিবার আদ দাওয়াহ ইলাল্লাহ যুব সমাজ দেবীনগর এর উদ্যোগে মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে দেবীনগরের কৃতি সন্তান আল জামিয়া আস সালাফিয়্যা এর মহা পরিচালক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তার তিন সন্তান উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি শিক্ষা বনাম জাহেলিয়াত , আঞ্চলিক ও রাষ্ট্রীয় খারাপ আচরণ, সামাজিক কুসংস্কার, ও তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। সদাচরণের গুরুত্ব ও ফলাফল এ সম্পর্কে আলোচনা করেন।

আর তার প্রথম সন্তান শায়েখ আব্দুল্লাহ্ বিন আব্দুর রাজ্জাক ঈমানী ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করেন।

এবং দ্বিতীয় সন্তান শায়েখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কুরআন (যার অন্তরে ঈমানের সহিত একটি কুরআনের আয়াত রয়েছে সে কখনোই ভারত কিংবা আমেরিকা কে ভয় করতে পারেন না) এ সম্পর্কে আলোচনা করেন।

তৃতীয় সন্তান শায়েখ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক ইসলামী যুবকদের অবদান ও বর্তমানে যুবকদের কর্তব্য (আব্বাসী খলিফা হারুন আর রশিদ , বাইত লাইক না বিশ্ববিদ্যালয়) (আব্দুর রহমান বিন দাখিল স্পেন জয়ী) (আব্দুর রহমান আর নাসির, (মোহাম্মদ আল ফাতেহ্ ইস্তাম্বুল জয়ী) আরো অনেক ব্যক্তির জীবনে সম্পর্কে আলোচনা করেন।

উক্তি সম্মেলনে দেবীনগর ইউনিয়নের সকল হাফেজ হাফেজা আলেম আলেমাদের কে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মেলনে আসা সাধারণ জনগণ তারা বসার যায়গা না পেয়ে ক্ষিপ্ত হন। তারা বলেন দেবীনগরে এই প্রথম এতো বড় এতো সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এই প্রোগ্রামে আমরা আসতে পেরে খুবই আনন্দিত । তারা আরো বলেন এই রকম প্রোগ্রাম যেনো প্রতি বছর আয়োজন করা হই।

পরিশেষে দোয়ার মাধ্যমে আয়োজন শেষ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।