শিবগঞ্জে সীমান্তে অবৈধ ভারতীয় মোবাইল ফোন ও ফেনসিডিল জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হতে চোরাইপথে আসা অবৈধ ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত ১২টায় উপজেলার দুর্লভপুর এলাকা হতে এগুলো জব্দ করা হয়।

রবিবার এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান।

তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকা অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে চোরাই পথে আনা ১৬টি ভারতীয় মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করে টহল দল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।