বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে চালক ও সহকারীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিআরটিসির চালক ও সহকারীরা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, রাজশাহী-আক্কেলপুর রুটে দীর্ঘদিন থেকে চলাচল করা বিআরটিসি বাস চলাচলে বাধা প্রদান করছে মালিক সমিতি।

মানববন্ধন থেকে এ রুটে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিআরটিসির চালক ও সহকারীরা।

তারা বলেন, যাত্রীদের আবেদনের প্রেক্ষিতেই রাজশাহী-আক্কেলপুর রুটে বিআরটিসির বাস চলাচল করে আসছে, এটি বন্ধ হলে যাত্রীরা দুর্ভোগে পড়বে।এসময় উপস্থিত ছিলেন চালক ইব্রাহিম খলিল, সহকারী ফোরম্যান রকিবুল ইসলাম, সহকারী আসরাফুল ইসলামসহ আরো অনেকে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।