চাঁপাইনবাবগঞ্জে প্যানেল আইনজীবীদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের মান বৃদ্ধির লক্ষে প্যানেল আইনজীবীদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজের আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্প এই সভার আয়োজন করে।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন- অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করতে হয় প্যানেল আইনজীবীদের। তিনি বলেন- অসচ্ছল বিচারপ্রার্থী মামলায় আইনি সহায়তার জন্য লিগ্যাল এইডের শরণাপন্ন হন। ওই বিচারপ্রার্থীর মামলায় সংশ্লিষ্ট প্যানেল আইনজীবীকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে লিগ্যাল এইডের উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সেটির ওপর গুরুত্ব দিতে হয়। বিচারপ্রার্থী ও আইনজীবীর মধ্যে যেন কোনোরূপ ভুল বুঝাবুঝি না হয় এবং কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার খোন্দকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক পিন্টুসহ অন্যরা।

সভা সঞ্চালনা করেন- জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ বেগম রুখসানা খানম। এসময় লাইট হাউজের জেলা প্রকল্প কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্যানেল আইনজীবীরা নিজেদের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।লিগ্যাল এইডের মামলা পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যা, কিভাবে তা নিরসন করা যায়, সেবাগ্রহীতাদের প্রতি সদয় আচরণ, মামলার জট কমানোসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় লাইট হাউজের আইন সহায়তা অ্যাক্টিভিটি কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।