নাচোলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হক অপু, উপজেলা প্রকৌশলী সাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক হাবিবুর রহমান, নাচোল থানার এসআই তারেক রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিকরা বক্তব্য দেন।

সভায় মাদক, বাল্যবিয়ে, চুরি-ছিনতাই প্রতিরোধ, রাস্তাঘাট, স্বাস্থ্য সেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।