চাঁপাইনবাবগঞ্জের মাহফিল আসুন, দেখা হবে, কথা হবে, : আজহারি

আহমাদুর রহমান

জাবালু নর ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আশার আহ্বান জানিয়েছেন।

বিশ্বনন্দিত ইসলামী স্কলার: ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তিনি নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

আজহারী পোস্টে লিখেন :"রাজশাহী বিভাগের বন্ধুরা,ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— এসহাক উদ্দিন মিঞা আম্রকানন ময়দান, লালাপাড়া মোড়, চাঁপাইনবাবগঞ্জ, জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে।আসুন, দেখা হবে, কথা হবে।"

এর আগে তিনি ময়মনসিংহের মাহফিলে বলেন: বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে,আবার পতন ও হয়েছে।

ই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমিয়ার, সভ্যতা মহেঞ্জোদামিও সভ্যতা, সিন্ধু সভ্যতা, আরো অনেক সভ্যতা রয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।