গোদাগাড়ীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল

গোদাগাড়ী প্রতিনিধি

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গোদাগাড়ী পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে গোদাগাড়ী মহিশালবাড়ী বাজার থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছল শেষে ডাইংপাড়া চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন দেন-রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক কামারুজ্জান, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ডক্টর ওবায়দুল্লাহ, পৌর আমীর জনাব আনারুল ইসলাম।

সমাবেশে বক্তারা পবিত্র রমজান মাসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।