বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন আ: কাদের উৎসব

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করায় শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব সম্মানী প্রদান করেছেন।

উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাজশাহী বিভাগের চাম্পিয়ান হয়েছে শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ খেলায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা চাম্পিয়ন টিম অংশগ্রহণ করলে ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার জুম্মা নামজের পর রাজশাহী নগরীর শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মানি প্রদান করা হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সি: যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব ঈদের আগে সরকারি বরাদ্দ না আসায়, ব্যক্তিগত উদ্যোগে বিজয়ী ফুটবল টিমের ২১ জনকে দুই হাজার টাকা করে সম্মানী প্রদান করেন। তবে সরকারি বরাদ্দের ব্যাপারে তিনি স্বচ্ছতা ও জবানদিহিতার জায়গাটি পরিস্কার রাখবেন বলেও জানিয়েছেন।

এসময় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ, শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আজাদ শফিকুর রহমান, সি: কোচ জহির ইকবাল ভোলা, কোচ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।