চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রামআদালত বিষয়ক চার দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক ও সরকারের যুগ্ম সচিব পারভেজ রায়হান।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনসহ অন্যরা।

প্রশিক্ষণে গ্রামআদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রামআদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।