নাচোলে পহেলা বৈশাখ ও সন্যাশি পূজা উপলক্ষে কয়েক ঘন্টার জন্য বসে জমকালো মেলা

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাধবপুর গ্রাম সংলগ্ন ফাকা মাঠে বটগাছতলায় সন্ন্যাশি পূজা ও পহেলা বৈশাখ উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী সন্ন্যাশি তলার মেলা।

মেলাটি  পহেলা বৈশাখের দিন বিকেল বেলা শুরু হয়ে সন্ধ্যা বেলায় শেষ হয়ে যায়। তিন-চার ঘন্টার ব্যবধানে প্রায় হাজার খানেক লোক সমাগম হয় এই মেলাই সেখানে মূলত হিন্দু সম্প্রদায়ের মহাদেব সন্ন্যাশি থাকতেন-চৈত্র সংক্রান্তিতে  হিন্দুদের মনের বাসনা/তাদের চাওয়া পাওয়া পূরনের লক্ষে বটগাছ তলায় তাদের মহাদেব সন্ন্যাশি দেবের কাছে মানত করেন।

প্রায় দেড় শতাধিক বৎসর থেকে এই আয়োজনটি করে থাকেন। বিভিন্ন ঢাক,ঢোল, করতালের  তালে তালে নেচে নেচে পূজাটি উদযাপন করেন তারা।

মেলাটি দেখতে  দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন নানা শ্রেনি পেশার মানুষ হিন্দু,সাঁওতাল, মুসলিম সকলে ভেদাভেদ ভুলে দেখতে আসেন মেলাটি। সেখানে বাহারি রঙ্গের দোকান পাঠ মিষ্টি মিঠায়, বেলুন,বাঁশি,বাচ্চাদের খেলনায় ফুটিয়ে তোলে মেলার সৌন্দর্য।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।