গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন নামের এক কৃষকের মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ মে) রাত ৯ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী চুড়ইল বিল সংলগ্ন বুড়িতলায় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষক ওই ইউনিয়নের সন্তোষপুর কামাত গ্রামের তাজামুল হকের ছেলে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে ওই কৃষক পাওয়ার টিলারে ধান বোঝাই করার সময় সেখানে বজ্রপাত হলে ওই কৃষক  ঘটনাস্থলে মারা যায়। পরে অন্য কৃষকরা ঘটনাস্থল থেকে তার লাশ বাড়িতে নিয়ে যায়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।