নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ডুবে লামিয়া (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কাজলা লাইন পাড়া এলাকার একটি পুকুরে ডুবে মারা যায়।
নিহত শিশু লামিয়া রাজশাহীর কোর্ট এলাকার আরিফুল ইসলামের মেয়ে। জানা গেছে শিশুটি তার নানার বাড়িতেই থাকতো।
স্থানীয়রা জানান বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল লামিয়া, পরে কোন একসময় শিশুটি পুকুরে পরে যায়। এরপর স্থানীয়রা লামিয়াকে পুকুরে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারে খবর দেয়া হলে দ্রুত উদ্ধার করলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এবিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, লামিয়া নামে শিশু পুকুরে ডুবে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।