চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
"প্রতিটি শিশুর অধিকার-রক্ষা করা আমাদের অঙ্গীকার" এ প্রতিপাদ্যে কে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত ও শিশু অধিকার সপ্তাহ শুরু।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মনজুর কাদের। সঞ্চালনা করেন জেলা শিশু অ্যাকাডেমির প্রশিক্ষক এইচ এম কাব্য ও আবৃত্তি প্রশিক্ষণার্থী রাশিদা আনজুম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশু, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।