বুধবার, ১৫ই কার্তিক ১৪৩১, ৩০শে অক্টোবর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাইলেন আব্দুল ওদুদ

নির্বাচনী জনসভায় উনয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাইলেন – আব্দুল ওদুদ

মোঃ জমশেদ আলী

চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ও সামাজিক সুরক্ষাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী ৩ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ ।

বৃহস্পতিবার বিকালে হরিমোহন স্কুল মাঠে তাঁর নির্বাচনী জনসভায় আব্দুল ওদুদ বলেন, ২০০৮ সালের আগে দিয়াড় অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি ২০০৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো । আমি আমার কথা রেখেছি। মহানন্দায় ব্রীজ করে দিয়েছি, পদ্মার বাঁধ নির্মাণ করে দিয়েছি, চরাঞ্চলসহ প্রতিটি ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন করেছি। বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। আপনারা এখন কয়েক ঘণ্টার মধ্যেই জেলার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এসব কাজ করতে সহযোগিতা করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে।

বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিমোহন হাইস্কুল মাঠে আওয়ামী লীগ নেতা ও  সাবেক সচিব জিল্লার রহমান নৌকার প্রার্থী আব্দুল ওদুদ এর কাছে কিছু উন্নয়নের দাবির পেক্ষিতে  আব্দুল ওদুদ বলেন আগামী ৭ তারিখে নৌকা পাশ করে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে তাহলে রাতে চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তনগর ট্রেন চালুকরা হবে,মেডিকেল কলেজ নির্মান করা হবে, আলাতুলি বাঁধ,নারায়নপুর বাঁধ,মহানন্দা নদীর উপর বাঁধ নির্মান,দেবীনগর তড়পার ঘাটে ৭ টি ইউনিয়নের জন্য ব্রীজ নির্মান করে দেওয়া হবে, ,চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ পর্যন্ত রেলসংযোগ,শেখ কামাল আইটি ফার্ম করে দেওয়া হবে হরিমোহন মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি।

নৌকার প্রার্থী আব্দুল ওদুদ আরও বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। যেমন ভাতা বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতা, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন।


প্রধানমন্ত্রী আমাদের জন্য এতো কিছু করছেন তার জন্য আমাদেরও কিছু করার আছে। আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেবীনগর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান এর সভাপতিত্বে নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও শিল্প- বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক সচিব জিল্লার রহমান,বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ,আওয়ামীলীগ নেতা এ্যাড. রবিউল ইসলাম,প্রকৌশলী শহিদুল ইসলাম,আসাফুদোল্লা, প্রমুখ্য।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক এর সঞ্চালনায় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও নৌকা প্রতিকের সমর্থক বৃন্দ। নির্বাচনী জনসভায় বিকেল ৩ টা হতে নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে হরিমোহন স্কুল মাঠ জনসুমুদ্রে পরিনত হয়।সকলের প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের ভোটারগণ বিগত দিনে ভুল করলেও এবার উন্নয়নের স্বার্থে সদর আসনে নৌকাকে বিজয়ী করবে বলে জানান তাঁরা।


 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২৯ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে…

১২ই অক্টোবর ২০২৪ দুপুর ০১:১২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ১৬ বিজিবি চাঁড়াল ডাঙ্গা ক্যাম্পের পূজা মন্ডুপ…

১০ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:১৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

২৬শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯ / জাতীয়

সমালোচনায় বিচলিত নয় সরকার, কণ্ঠরোধ করা হবে না:…

১৯শে সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:২৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সন্তানদের একটি ভালো পোষাক কিংবা দুবেলা দুমুঠো ভাত…

৯ই সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

৭ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:০২ / অর্থনীতি

দেশে রিজার্ভ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার