রিজওয়ানুল ইসলাম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন (এখন-টিভি) রাজশাহী শাখার সাংবাদিক মোসাঃ মাসুমা আক্তার গতরাতে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ১৪- ফেব্রুয়ারী(শুক্রবার)রাজশাহীর (এখন- টিভির) সাংবাদিক মোসাঃ মাসুমা আক্তার ছুটিতে তার শশুর বাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলর সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন।
উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রো-অ্যাকটিভ মেডিকেল-এ স্থানান্তর করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বিডি নিউজ লাইভ ৯৯।