নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ষ্টিল ফার্নিচারের দুটি দোকান ঘর ভেঙে দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২২ মে) ভোর রাতে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায়।
ভুক্তভোগীরা হলেন, মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের ষ্টিল ফার্নিচারের দোকানদার মানিক সরকার ও হাসমত আলী। অপরদিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন, উপজেলার কয়াপাড়া কামারকুড়ি গ্রামের মৃত আক্তার হামিদের ছেলে মতিউর রহমান ও দেলুয়ার হোসেন।
সরেজমিনে গেলে ভুক্তভোগী দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমির মালিক আল-মামুন গংদের নিকট থেকে প্রায় ১৫ বছর পূর্বে দোকানঘর ভাড়া নিয়ে ষ্টিল ফার্নিচারের দোকান করে আসছি।
হঠাৎ করে অভিযুক্ত মতিউর গংরা দোকানঘর ভেঙে রাস্তা নির্মাণের জন্য পাঁয়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে বুধবার ভোররাতে দুটি দোকানঘর ভেঙে দিয়ে রাস্তা নির্মাণ করেন।
এতে করে দুটি দোকানঘরের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। জমির মালিক আল-মামুন জানান, পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া লোকজন এনে তারা আমার জমির উপর নির্মিত ভাড়াটিয়াদের দুটি ষ্টিল ফার্নিচারের দোকানঘর ভেঙে দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছেন।
এতে করে দুটি দোকানঘরের মালামাল ও মেরামত বাবদ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।অবস্থা বেগতিক দেখে থানা পুলিশকে অবগত করি। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ভাংচুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।