সারওয়ার জাহান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -২ (নাচোল - গোমস্তাপুর- ভোলাহাট) আসনে বর্তমান ও সাবেক সাংসদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দীতার আভাস পাওয়া যাচ্ছে। শেষ দিন প্রচার-প্রচারণা ,জনসংযোগ ও পথসভার মাধ্যমে নির্ঘুম দিন কাটাই প্রার্থী ও তার সমর্থকরা । এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস( ঈগল পাখি) ও বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের মধ্যেই মূল প্রতিদ্বন্দীতা হবে । দুজনই একই দলের অনুসারী হওয়ায় এর উত্তাপ নির্বাচনে পড়বে বলে অনেকে মনে করছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমানের সাথে স্বতন্ত্র প্রার্থী (ঈগল পাখি) দশম সংসদের সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসের দ্বন্দ্ব পুরোনো।
দলের দুই জন প্রার্থী মূল প্রতিদ্বন্দী হওয়ায় নেতা- কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে । তারা ইতিমধ্যে নিজ নিজ অনুসারীর পক্ষে নির্বাচনী প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দলের নেতাকর্মীদের ভোটের পাশাপাশি বিএনপি ও জামায়াতের ভোটারদের কাছে টানতে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী।
তবে বিএনপি ও জামায়াতে ইসলামী ভোট বর্জন করায় তাদের কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে ভোটারদের নিরুৎসাহিত করতে কাজ করছে। নির্বাচনী এলাকায় ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রহনপুর পৌর বিএনপি'র আহ্বায়ক সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের সমর্থনে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকাল ৩ টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। আবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সাথে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে ।
নৌকার মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান তার বক্তৃতায় বলেন নৌকা স্বাধীনতার, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন বিগত দিনের মতো আমি এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের পরামর্শ ক্রমে কাজ করবো।
একই দিন সন্ধ্যায় কলোনি মোড়ের মুশা সরকারের চাতালে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তার বক্তৃতায় বলেন, আমি আপনাদের পরীক্ষিত একজন দুইবার রহম পৌরসভার মেয়ের দায়িত্ব পালন করেছি একবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি।
আমি আমার দায়িত্ব পালনকালে গোমস্তাপুর, নাচলে ও ভোলাহাটে ব্যাপক উন্নয়ন সাধন করেছি। আগামী ৭ তারিখ আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে উন্নয়ন করার সুযোগ দিবেন। এ আসনে অন্য তিন প্রার্থীরা হলেন, বিএনএফের আজিজুর রহমান( টেলিভিশন), জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুর রশিদ ও বাংলাদেশ কংগ্রেসের (ডাব) আব্দুল্লাহ আল মামুন।
তাদের প্রচার প্রচারণা নেই বললেই চলে।:তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৩১ হাজার ৪২ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৪ হাজার ১৮২ জন ও মহিলা ভোটার২ লক্ষ ১৬ হাজার ৮৫৯ জন এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।