নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ১২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ৫ লাখ ৮০ হাজার টাকার শিক্ষা বৃত্তি ও ১৫ জনের মাঝে ১৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু উপস্থিত থেকে শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ করেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা রিসোর্স ইন্সটাক্টর কায়সার হাবিব প্রমুখ।