চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় সাহা (০৬) নামের শিশু মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পূর্বপাড়ায় নিজ বাড়িতে ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের রাজিব সাহার ছেলে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ১১ টার সময় শিশু হৃদয় সাহা ঘরের ভিতর খেলাধুলা করছিলেন। এক পর্যায়ে পানি গরম করার জগ কারেন্টের লাইনের সঙ্গে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনানুগ ব্যসস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।