চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
2 এপ্রিল ২০২৫ রোজ বুধবার গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ গ্রামে অবস্থিত স্বনামধন্য ১৩৫ বছরের পুরনো বিদ্যাপীঠ হাতনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত বিদ্যালয় এর ৫০০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা ৩০ মিনিটে টি- শার্ট ও ব্যাগ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে একটি আনন্দ র্যালী এবং স্ন্যকস্ বিতরণ করা হয়।
সকাল ১১ টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর পর জাতীয় সঙ্গীত গেয়ে সেই প্রাইমারী স্কুলের স্মৃতিতে ফিরে যায় সবাই। প্রধান অতিথি মহদয় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফয়সাল আহম্মেদ কেক কেটে অনুষ্টানের উদ্বোধন ঘোষনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম। প্রাক্তন শিক্ষক মন্ডলী দের মধ্যে জনাব মোঃ গোলাম মোস্তফা ও মোঃ আব্দুস সাত্তার।
বর্তমান শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব সরকারি শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম মোঃ আব্দুস শরীফ এবং মোসাঃ মাসুমা খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে এই অনুষ্ঠানকে সাদুবাদ জানিয়ে বলেন এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই ধরনের অনুষ্ঠান প্রত্যেকটা স্কুলেই দরকার, এ ধরনের অনুষ্ঠানের মধ্য মাধ্যমে ভাতৃত্ববোধ তৈরি হয়, ঈদের আনন্দটাকে পুরোপুরি উপভোগ করা যায়, যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়ে সকল ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার পোষণ করেন।
বিশেষ অতিথি বক্তব্যে প্রাক্তন শিক্ষক মোঃ গোলাম মোস্তফা বিদ্যালয়ের চাকরিরত অবস্থায় তার পুরনো দিনের স্মৃতিচারণ করেন সেই সময়ের ছাত্র-ছাত্রীদের অবস্থান বিদ্যালয় এর অবস্থান পড়াশোনার অবস্থান তিনি তুলে ধরেন।
বর্তমান প্রধান শিক্ষক আহসান হাবীব তার বক্তব্যে বলেন অত্র স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য যত ধরনের পদক্ষেপ আছে তিনি গ্রহণ করবেন বলে এ আশাবাদ ব্যক্ত করেন ।
স্কুলের প্রাক্তন ছাত্র জনাব মোঃ সুলতান উদ্দীন স্মৃতিচারন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
দুপুরের লাঞ্চ, লোকাল টেলেন্ট শো, নাটিকা, রেজিস্টারদের মধ্যে র্যাফেল ড্র, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, কবিতা আবৃত্তি সহ গম্ভীরার মাধ্যমে এ আয়োজন শেষ হয়।
এ ভ্রাতৃত্বের ক্যানভাসের সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ ইসমাইল হোসেন। সভাপতিকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম আরিফুল ইসলাম, তাজরিয়া হোসেন রামিম, আতিকুর রহমান সুমন, আবেদ আলী, সাবেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান ফয়সাল, হুমায়েদ সাঈদী, আতিক ফয়সাল, রুবেল আলী, হামিদুর রহমান মাসুম, শাহ মুখদুম আতিক,রিয়াদ হাসান মোঃ সেলিম রেজা, মাহিদুল ইসলাম মাহমুদুল হাসান শোভন, সালাহ উদ্দিন, আলমগীর হোসেন বাবু, নাঈমুর রহমান আসিক, আব্দুস সামাদ, মোঃ শাহিন, কামরুজ্জামান কামু, শামসুল হুদা, আব্দুস সামাদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে আদেশ এবং উপদেশ বুদ্ধি ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, সুলতান উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃহুমায়ুন কবীর ও আবুল কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ছাত্রীরা তাদের একসাথে পড়ুয়া বন্ধুবান্ধব কে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে সেই ছোট্টবেলায় যেমন দিন কাটানো হতো ওই স্মৃতিতে সবাই ফিরে যায়। একে অপরে গ্রুপ গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আনন্দে মেতে উঠে স্কুল প্রাঙ্গনে।