গোমস্তাপুর প্রতিনিধি
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ,আলোচনা সভা, র্্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পিআইও আব্দুল আলিম, হিসাবরক্ষক কর্মকর্তা আজিজুর রহমানসহ সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটস সদস্যরা।