News Desk
টানা ৪৯ দিনের ইসরাইলি বর্বরতার পর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ১৩ ইসরাইলি জিম্মিকে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শুক্রবার হামাস ও ইসরাইলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়।
এ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, চারদিনে ৫০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। চুক্তির শর্ত মেনে, প্রথমদিন ১৩ ইসরাইলিকে ছেড়ে দিয়েছে এ সশস্ত্র গোষ্ঠী। মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু। আগামী তিনদিনে হামাসের কাছ থেকে ছাড়া পাবেন আরও ৩৭ ইসরাইলি।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির চারদিনে ইসরাইল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তাদের মধ্যে ইতিমধ্যে ৩৯ জনকে কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে। যেসব ইসরাইলিকে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে তাদের পরিবারকে আগেই অবহিত করা হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ২৪০ জনের বেশি ইসরাইলিকে গাজায় ধরে নিয়ে যায় হামাস। এদিকে এ পর্যন্ত হামাস ইসরাইল যুদ্ধে নিহত হয়েছে ১৪ হাজার ৮০০ ফিলিস্তিনি।