নিউজ ডেস্ক
একদিনের ব্যবধানে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রবিবার (২১ এপ্রিল)বাজুস এক প্রেস বিজ্ঞপ্তিতে ভালো মানের ২২ ক্যারেটের ভরিপ্রতি সোনার দাম ৬৩০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭৮ হাজার ৬৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
আরও পড়ুন: ফের সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা করেছে।
রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে, গেল ২০ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস।