নিউজ ডেস্ক
ডলারের দাম বেড়ে গেলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যে এর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ঈদের আগ পর্যন্ত নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না। পুরোনো দামেই তারা সরবরাহ করতে পারবেন।
বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশবাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে, বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা রোধ করতে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কিছু কিছু পণ্যে সরবরাহ ঠিক আছে, ক্রাইসিস না থাকার পরেও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করা হয়, প্রধানমন্ত্রী সুনির্দিষ্ঠভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে এ নির্দেশনা দিয়েছেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমদানিকারকরা অভিযোগ করছিলেন যে ব্যাংক থেকে তারা সরকারি নির্দিষ্ট রেটে ডলার পাচ্ছিলেন না। তারা তখনই ১২০ টাকা, ১২২ টাকা—একেক জন একেকভাবে প্রাইভেটলি সেটলড করছিলেন।
এখন সরকার দাম সমন্বয় করার কারণে সরকারি রেটেই তারা আমদানি করতে পারবেন। কাজেই আমদানিনির্ভর পণ্য বিশেষ করে ভোজ্য তেলের কোনো সমন্বয় হবে না।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ঈদের আগ পর্যন্ত নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না। পুরোনো দামেই তারা সরবরাহ করতে পারবেন। যদি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সরকার চিন্তা করবে।