নিউজ ডেস্ক
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে পণ্যের সরবরাহ কমের অজুহাতে আরো বেড়েছে সবজির দাম। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। কাঁচামরিচের দাম উঠেছে আড়াইশ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, আন্দোলনের কারণে আতঙ্কে রাজধানীতে ঢুকছে না সবজিবাহী ট্রাক। এতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
সরকারি ছুটির দিন হলেও রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতারে সংখ্যা তুলনামূলক কম। তাদেরই একজন বেসরকারি চাকুরিজীবী ফেরদৌস আহমেদ। দরদাম শেষে দুটি বেগুন কিনলেন ৬৫ টাকায়। প্রতি কেজির দাম ১৪০ টাকা হওয়ায় বাধ্য হয়ে দুই পিস কেনেন তিনি।
ক্রেতা ফেরদৌস আহমেদ বলেন, ‘আগে একটু পরিমাণে বেশি কিনতাম এখন দাম বাড়ার কারণে একটু কম করে কেনা হয়। আগে কেজি হিসেবে কিনতাম, এখন পিস হিসেবে কিনি।’
বাজারে করলা, বরবটি, লাউসহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। কমেনি কাঁচামরিচের ঝাঁঝ। কিনতে হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। বৃষ্টি ও কোটা আন্দোলনের কারণ দেখিয়ে দাম বেশি হাঁকছেন বিক্রেতারা বলে অভিযোগ জানিয়েছেন ক্রেতাদের।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কম হওয়ায় মাল পাওয়া যাচ্ছে না। ফলে প্রায় সবজির দামই কিছুটা বেশি। আর দাম বাড়ার ফলে ক্রেতারাও কম কিনছেন।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে কাঁচাবাজারে কিছুটা কম দাম পটল ও পেঁপের, তাও কেজিতে মিলছে না ৬০ টাকার নিচে।