মোঃ জমশেদ আলী
আগামী ৩১ শে জানুয়ারী ঢাকায় এস.এস.সি ৯৯ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্র্যান্ড গেটটুগেদার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
ঢাকায় গেটটুগেদার বাস্তবায়নের লক্ষে ২৫ তারিখ শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে বিভাগীয় প্রস্তুতি সভা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রস্তুতি সভায় প্রোগ্রামের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন কায়সার,মুনসুর, জামাল। আয়োজক কমিটির সদস্য কায়সার গেটটুগেদার প্রোগ্রামের অনলাইন রেজিষ্ট্রেশন সম্পর্কে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী, নওগাঁ, নাটোর,বগুড়া জেলা হতে আগত বন্ধুদের সামনে ডেমো দেখান। আয়োজকদের মধ্যে জামাল জানান এস এস সি ৯৯ ব্যাচের সেরা প্রগ্রাম উপহার দিতে আয়োজকেরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চমৎকার ও দৃষ্টিনন্দন ভেনু নির্ধারণ করা হয়েছে ঢাকার আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম। প্রোগ্রাম সফল করতে ৯৯ ব্যাচের সকল বন্ধুদের আন্তরিক সহযোগিতা চান তিনি। কায়সার জানান গেটটুগেদার প্রোগ্রামের সর্বপ্রথম রেজিষ্ট্রেশন কৃত ব্যক্তি হচ্ছে রাজশাহী বিভাগের ইলোরা আফরোজ রিমু। রেজিষ্ট্রেশন এর ওয়েবসাইট লিঙ্কঃ https://ssc99bd.org রেজিষ্ট্রেশন এর ফি নিদ্ধারন করা হয়েছে ১৯৯৯ টাকা। রাজশাহী বিভাগীয় প্রস্তুতি সভায় সারাদেশের সকল ৯৯ বন্ধুকে রেজিষ্ট্রেশনের জন্য আহবান জানান আয়োজকেরা।মোঃ সৈকত, ফারুক,রবিউল,মাকারিম সহ রাজশাহীর ৯৯ ব্যাচের বন্ধুরা বিভাগীয় প্রস্তুতি সভার আয়োজন করে। ঢাকার গেটটুগেদার বাস্তবায়নের লক্ষে রাজশাহী বিভাগীয় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ৯৯ ব্যাচের তারিক,শিমুল লতিফা,মার্জিয়া,সুমি,মুনিরুল,মোস্তাফিজ প্রমুখ।আয়োজক বৃন্দ রাজশাহী বিভাগীয় প্রস্তুতি সভার প্রশংসা করেন তারা।