গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোমস্তাপুর এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা, দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা। উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই সিদ্দিক কামাল, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন প্রমুখ।
অপর দিকে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলার পর্যায়ে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়