নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে দুই সাংবাদিক হাতেনাতে আটক হয়েছেন।
এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রাক্টর ও চুরিকৃত ৭০ ক্যারেট আম জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাতি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) এবং একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)। তাদের দু’জনই নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থল থেকে রেহাই পেতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সন্দেহজনকভাবে একটি আমবাগানে চলাচলরত দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদের সঙ্গে থাকা আমভর্তি ক্যারেট ও ট্রাক্টর দেখে চুরির বিষয়টি স্পষ্ট হয়। পরে বিষয়টি পোরশা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে।
এ ঘটনায় স্থানীয় কৃষক ও বাগান মালিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বাগানের আম রক্ষায় প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
পোরশা থানার এক কর্মকর্তা জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।