গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে খাজাবাবা ঢাকা কোচ টার্মিনালের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন পরিচালনায় বিকেল চারটায় রহনপুরের হুজরাপুরে খাজা বাবা ঢাকা কোচ টার্মিনানের শুভ উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, চাঁপাইনবাবগঞ্জ সাথী এন্টারপ্রাইজের প্রোপাইটার মুখলেসুর রহমান, রহনপুর মহানন্দা পূণভর্বা আইডিএল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ জমজম ট্রাভেলসের স্বত্বাধিকারী খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যানের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার প্রমুখ।
বক্তারা বলেন সুপ্রভাত এই জায়গায় ঢাকা কোচ টার্মিনালটি যেমন নিরাপদ তেমনি যাত্রী সেবার মানের দিক দিয়ে অনন্য ভূমিকা পালন করবে। যানজট নিরসন সহ শৃংখল নিরাপত্তার দিক থেকে সময় উপযোগী সিদ্ধান্ত। বর্তমানে রহনপুরের ব্যস্ততম এলাকা স্টেশন বাজারে চালউ আড়ৎ অস্থায়ীভাবে দীর্ঘদিন যাবত ঢাকা বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর কারণে সন্ধ্যার পর সেই পথে যানজট নিত্য দিনের সঙ্গি। নতুন এ খাজাবাবা ঢাকা কোচ টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে নবযাত্রার এক অধ্যায় শুরু হল।
উল্লেখ্য যে, রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন হানিফ, শ্যামলী, গ্রামীন ট্রাভেলস্, ন্যাশনাল ট্রাভেলস, রহনপুর ট্রাভেলসহ ২২ টি গাড়ি ছেড়ে যাই। এছাড়াও নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের উদ্দেশ্য রহনপুর থেকে বাস ছেড়ে যাই।
বক্তারা আরো বলেন, রহনপুর থেকে প্রতিদিন অসংখ্য বাস রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও দিনের বেলায় রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কোন গাড়ি নেই। তাই বাস মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন দিনের বেলায় যেন রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে কিছু গাড়ির ব্যবস্থা করা হয়